মিয়ানমারে রাজ্য রাখাইনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ক্ষমতাসীন জান্তা বাহিনীর সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও সাত সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিলেন ১০৬ জন সদস্য।
এ নিয়ে এখন পর্যন্ত ১১৩ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত বিজিপির ১১৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে
আরও পড়ুন: মিয়ানমারের মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২
এদিকে দেশটিতে চলমান সংঘাতে এরইমধ্যে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যু হয়েছে।
গত বছরের ২৭ অক্টোবরে অপারেশন ১০২৭ নামে জান্তাবিরোধী অভিযান শুরু করেছে আরাকান আর্মি। এরপর থেকে তারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। তার মধ্যে ২০টি শহর এবং চীনের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ রয়েছে। গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ংকর রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে।
এজে/ আল / দীপ্ত সংবাদ