ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করেনি।
তিনি বলেন, ‘সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না। ’
ফেনীর আন্ধারমানিকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, যারা নিশ্চিত করেছেন যে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ হয়নি।
এ ধরনের দাবি করা ব্যক্তিদের ভুল তথ্য ছড়ানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করার পরামর্শও দেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে চলমান চ্যালেঞ্জ প্রসঙ্গে নাহিদ ইসলাম এ অঞ্চলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ সমস্যার কথা তুলে ধরে বলেন, এসব সমস্যার সমাধান অবশ্যই অভ্যন্তরীণভাবে করতে হবে।
আল/ দীপ্ত সংবাদ