শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

শেখ হা‌সিনাকে ‘ফ্যাসিস্ট’ বলে প্রচার আমি করে‌ছি: আন্দা‌লিব পার্থ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শেখ হা‌সিনা'কে ‘ফ্যাসিস্ট’ বলে প্রচার আমি করে‌ছি বলে মন্তব্য করেছেন বিজে‌পি চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএন‌পি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

শেখ হা‌সিনাকে ‘ফ্যাসিস্ট’ বলে প্রচার আমি করে‌ছি। সালমান এফ রহমানকে ‘দরবেশ বাবা’ উপা‌ধি দিয়ে‌ছি বলে মন্তব্য করেছেন বিজে‌পি চেয়ারম্যান ও ভোলা১ আসনে বিএন‌পি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

শ‌নিবার (২৪ জানুয়ারি) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিজে‌পি কার্যালয়ের সামনে ভোলা১ আসনে ;গরুর গা‌ড়ি; প্রতীকের গণসং‌যোগ অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

আন্দা‌লিব পার্থ বলেন, আমি কোনো মারামা‌রি ও হানাহা‌নির রাজনীতি করি না, তা পছন্দও ক‌রি না। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প‌রিচ্ছন্ন রাজনী‌তি করতে চাই।

তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করত না। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।

আগামীতে জনগণের ভোটে সংসদে গেলে ভোলাব‌রিশাল সেতু ও মে‌ডিকেল কলেজসহ নানা উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রু‌তি দেন বিজে‌পি চেয়ারম্যান ও ভোলা১ আসনে বিএন‌পি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।।

এর আগে, দুপুরে ঢাকা থেকে ভোলা জেলার খেয়াঘাট এলাকা আসেন আসেন আন্দা‌লিব রহমান পার্থ। এসময় লক্ষা‌ধিক নেতাকর্মীরা তাকে বরণ করে নেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More