বিজ্ঞাপন
শুক্রবার, মে ২, ২০২৫
শুক্রবার, মে ২, ২০২৫

পারমিট ছাড়া হজ পালন করলে ৩২ লাখ টাকা জরিমানা

হজ মৌসুমে পারমিট ছাড়া হজ পালন না করার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (২ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, হজের অনুমতি না থাকলে ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ, হজ পালন কিংবা পবিত্র স্থানসমূহে অবস্থান করা যাবে না। একইসঙ্গে কেউ ভিজিট ভিসাধারীদের হজ পালনে পৃষ্ঠপোষকতা করা, তাদের পরিবহন, আবাসন বা হজ এলাকায় প্রবেশে সহায়তা করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের ভাষায়, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশসৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনায়, দেশে ও সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি এই অনুরোধ জানানো হচ্ছে।’

উল্লেখ্য, এ বছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ সুগম করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। এ বিধিমালা অনুসারে পবিত্র স্থানগুলোতে কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতিপত্র, মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা) ও সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে।

সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেহজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। আর যদি কেউ এ কাজে সহায়তা করেন—যেমন পরিবহন, আবাসন, বা হজ এলাকায় প্রবেশে সহায়তা—তাহলে তাকে সর্বোচ্চ এক লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩২ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সৌদি সরকার আরও জানিয়েছে, যদি কোন বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করে, তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে। জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৪ তারিখ (১০ জুন) পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় আইনকানুনের কঠোর প্রয়োগের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সৌদি সরকারের নির্দেশনা মেনে চলা হজ ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ। দেশের বিদ্যমান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এরূপ কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More