পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে বদলে গেছে ঈশ্বরদীর রূপপুরের চিত্র। বাড়ছে বিনিয়োগ, গতি পাচ্ছে স্থানীয় অর্থনীতি। এতে তৈরি হচ্ছে কর্মসংস্থান।
রেলের শহর হিসেবে পরিচিতি পাবনার ঈশ্বরদী। উত্তরবঙ্গের এই সমৃদ্ধ উপজেলাতেই গড়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প– রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যাতে ব্যয় হচ্ছে এক লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।
এই বিদ্যুৎকেন্দ্র ঘিরে রূপপুরে এখন ২০ হাজারের বেশি দেশী–বিদেশী মানুষের পদচারণা। রাশিয়া–বেলারুশসহ বিভিন্ন দেশের অন্তত ৫ হাজার নাগরিক এখানে বাস করছেন। গড়ে উঠেছে আধুনিক এক শহর– গ্রিনসিটি। আকাশচুম্বী সুদৃশ্য আবাসিক ভবন, ঝকঝকে শপিংমল, রেস্তোরাঁ, রিসোর্টসহ অসংখ্য দোকানপাটে সমৃদ্ধ এই স্থান।
টেকসই অর্থনীতির স্বার্থে, পরিকল্পিত নগরায়নের তাগিদ দেন, বিশেষজ্ঞরা । এছাড়া সড়ক ও রেল যোগাযোগ উন্নত করার পাশাপাশি, ঈশ্বরদী বিমানবন্দর চালুর পরামর্শ অনেকের।
এক সময় যা ছিল পদ্মার পরিত্যক্ত ধূ ধূ বালুচর, সেখানে এখন গড়ে উঠছে সমৃদ্ধ নগর। রূপপুর প্রকল্প বদলে দিয়েছে অবহেলিত জনপদের চেহারা।
আল / দীপ্ত সংবাদ