শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

পারভীন হাসানসহ ৪ বিশিষ্ট নারী পেলেন রোকেয়া পদক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।

বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:

. পারভীন হাসান, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

. তাসলিমা আখতার, তিনি একজন বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।

. রাণী হামিদ, তিনি একজন বাংলাদেশী দাবাড়ু ও বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার।

. শিরিন পারভিন হক, তিনি একজন নারী অধিকার কর্মী ও নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More