পাবনায় বাঁশবোঝাই একটি ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ অটো–ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (২৬ অক্টোবর) সকালে পাবনা–ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল আনুমানিক ৭টার দিকে একটি যাত্রীবাহী অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি মুহূর্তেই উল্টে গিয়ে দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের তিন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন স্কুল শিক্ষার্থী রয়েছে। তাদের নাম–পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত দু‘জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মুস্তাফিজুর রহমান আরও জানান, দুর্ঘটনাকারী বাঁশবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক চালককে খুঁজে বের করতে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।