পাবনাতে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে এজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া খুব শিগগিরই স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে। আমরা চেয়েছিলাম দক্ষিণবঙ্গে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করতে। কিন্তু সেখানকার মাটি অনেক নরম। সে কারণে এটাও পাবনাতে করার পরিকল্পনা চলছে। প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সেটারও কাজ যাতে শুরু করতে পারি, সে ব্যাপারে এখন থেকেই শুরু করতে হবে। রূপপুরে হবে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।‘
স্বাস্থ্যখাতে গবেষণায় পিছিয়ে আছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, চিকিৎসকরা শুধু টাকা ইনকাম করে। স্বাস্থ্যখাতে গবেষণা আরও বাড়াতে হবে। সরকারি চিকিৎসক যারা আছেন তাদের প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগ দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, গবেষণা ছাড়া কোনো কিছুতেই উৎকর্ষ লাভ করা যায় না। গবেষণার বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম প্রযুক্তি শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে আওয়ামী লীগ। তাছাড়া বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন।
এরআগে, অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ৫৪ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করেন। এরমধ্যে ২৫ জনকে ন্যাশনাল সাইন্স অ্যান্ড টেকনোলজি, ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও ১৯ জনকে বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়।
এসএ/দীপ্ত সংবাদ