পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে পুনরায় বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় ফের খুলে দেয়া হয়েছে বাঁধের সব জলকপাট।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তৃতীয় দফায়, ১৬টি জলকপাট ৬ইঞ্চি করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান জানান, উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পানি আরও বাড়তে থাকলে ছাড়ার পরিমাণ বাড়ানো হবে। আর পানি কমে আসলে ফের বন্ধ করা হবে।
বর্তমানে হ্রদে পানির লেভেল ১০৮ দশমিক ৬৪ এমএসএল। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
উল্লেখ্য, হ্রদের পানি বিপদসীমায় পৌঁছায় প্রথম দফায় গত ৪ আগস্ট মধ্যরাত থেকে টানা সাত দিন পানি ছাড়া হয়, দ্বিতীয় দফায় ২০ আগস্ট খোলা হয় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
এসএ