মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারকাজ রাতে বন্ধ করা হয়েছে। সকালে তা আবার শুরু হবে। এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে খোঁজ মেলেনি ফেরির সহকারী চালকের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে ৭টি ছোট ও দুইটি বড় ট্রাক নিয়ে, পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে রজনীগন্ধা নামের ফেরিটি। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে, মাঝ নদীতে আটকে থাকে অনেকক্ষণ। সকালের দিকে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময়, সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তবে দূর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিআইডাব্লিউটিসির দাবি, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে ফেরিটি। অবশ্য বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, তলা ফেটে ডুবে যায় ফেরিটি।
এরইমধ্যে কাজ শুরু করছে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও প্রত্যয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
৭ কার্যদিবসের মধ্যে দুটি কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আল / দীপ্ত সংবাদ