এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে সুপার ফোরে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী এই ম্যাচের জয়ী দল ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। তবে বাঁচা–মরার এই ম্যাচে শুধু পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা নয়, জয় হতে পারে বৃষ্টিরও। সেক্ষেত্রে পয়েন্ট ভাগ হলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে শ্রীলঙ্কায় হওয়া প্রতিটি ম্যাচেই এমন সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল প্রতিটি দল। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আসরের গুরুত্বপূর্ণ এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। ‘ওয়েদার চ্যানেল’ রিপোর্ট বলছে, ১৪ সেপ্টেম্বর কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘আকুওয়েদার‘ জানিয়েছে, কলম্বোর আকাশ ম্যাচ চলাকালে পুরো সময়ই মেঘাচ্ছন্ন থাকবে। ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা আছে ৮৪ শতাংশ।
আসরের গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকছে না কোনো রিজার্ভ ডে। শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচে রিজার্ভ ডে রেখেছিল আয়োজক কমিটি। তাই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির বাগড়া হলে, কপাল পুড়বে পাকিস্তানের। দুই দলই সমান একটি জয়ে দুই পয়েন্টে থাকলেও, নেট রানরেটে এগিয়ে থেকে টেবিলের দুই নম্বরে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)।
সুপার ফোর থেকে ইতিমধ্যে দুই ম্যাচেই জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয়েছে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করা বাংলাদেশের। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দু‘দল।
ইমাম/দীপ্ত নিউজ