পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পিটিআই প্রধান ইমরান খানকে সংলাপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি দৈনিক দ্য ডন বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
কয়েকদিন ধরে ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) ইমরানের দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে ইমরান খানের কাছে আবারও সংলাপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার ইসলামাবাদের প্রধানমন্ত্রী হাউসে কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই)-এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের ঋণ খেলাপি হওয়ার হুমকি এখন শেষ হয়ে গেছে, কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে স্টাফ–লেভেল চুক্তি শীঘ্রই চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক দুই দফায় পিটিআইকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু দলটি সাড়া দেয়নি। তার ভাষায় (সংকট কাটাতে) যদিও রাজনীতিবিদরা সবসময় সংলাপের আশ্রয় নেন, কিন্তু পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের এই বিষয়ে ইতিবাচক সাড়া না দেওয়ার ইতিহাস রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল রাজনৈতিক শক্তিকে একসাথে বসতে হবে।
তিনি অভিযোগ করেন, মসজিদের ভেতরে আত্মঘাতী হামলার পরিপ্রেক্ষিতে পেশোয়ারে অনুষ্ঠিত শীর্ষ কমিটির বৈঠকেও যোগ দেয়নি পিটিআই।
তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ইমরান খান বা তার দল পিটিআই।
অনু/দীপ্ত সংবাদ