ভারতের হামলার পর পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই দুই ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা আছেন পেশাওয়ার জালমির দলে।
তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে তৎপর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি ফারুক আহমেদ নিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর প্রধান নির্বাহী সালমান নাসের ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
বুধবার (৭ মে) বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, পিসিবি ও পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বিসিবি ঘনিষ্ঠ সমন্বয় রেখে চলেছে, যাতে খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।
বিসিবি আরও জানায়, এই মুহূর্তে খেলোয়াড়দের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতোমধ্যে পিসিবি ও বাংলাদেশ হাইকমিশন যেভাবে সহযোগিতা করছে, বিসিবি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ৬ মে রাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের ছয়টি স্থানে হামলা চালায়। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এর আগে কাশ্মীরের পহেলগামে পর্যটকবাহী একটি বাসে হামলায় অন্তত ২৬ জন নিহত হয়, যা দুই দেশের মধ্যে উত্তেজনার বিস্ফোরণ ঘটায়।