এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত। ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্সে রবিবার (১৪ সেপ্টেম্বর) সুর্যকুমার যাদবের দল তুলে নেয় ৭ উইকেটের জয়।
ম্যাচের শুরু থেকেই চাপের মধ্যে পড়ে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রানেই সীমাবদ্ধ থাকে সালমান আলি আগার দল। ইনিংসে শাহেবজাদা ফারহান করেন ৪০ রান এবং শাহেন শাহ আফ্রিদি ১৬ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচান। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। বুমরাহ ও অক্ষর প্যাটেল শিকার করেন ২টি করে উইকেট, হার্দিক পান্ডিয়া ও বরুণ নেন একটি করে উইকেট।
জবাবে ভারতের ওপেনার শুভমান গিল ও আভিষেক শর্মা ঝড়ো শুরু এনে দেন। বিশেষ করে শর্মার ১৩ বলে ৩১ রানের ইনিংস লক্ষ্য সহজ করে দেয়। এরপর তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার ৫৬ রানের জুটি ভারতের জয় নিশ্চিত করে। ৩১ বলে ৩১ রান করে তিলক ফেরেন, তবে অধিনায়ক সূর্যকুমার অপরাজিত থেকে শিভম দুবেকে সঙ্গে নিয়ে জয় ছিনিয়ে নেন।
২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বিজয় উৎসর্গ করেন কাশ্মীরের পেহেলগামে নিহত সেনাদের প্রতি। রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচ শুরুর আগে ও শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানো হয়নি।