সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের দুঃখ স্মৃতি ভুলে ওঠার আগেই ফের নতুন করে মাঠে নামছে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ (২৮ মে) লড়বে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ম্যাচের আগের দিনও গতকাল ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা। পেস বোলিং কোচ শন টেইটের নেতৃত্বে পেসাররাও নিজেদের পরখ নিয়েছেন। তবে ম্যাচের দিন একাদশ কেমন হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সম্ভাব্য একাদশে বেশ কিছু নতুন মুখের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ইনিংসের সূচনায় দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে। এরপর ব্যাটিং অর্ডারে থাকতে পারেন লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
আল