তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এতে দেশের মাটিতে প্রথমারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো টাইগ্রেসরা।
শুক্রবার (১০ নভেম্বর) মিরপুরে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফারজানা হক ও মুর্শিদার ব্যাটিং নৈপুন্যে সহজে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
এতে ২–১ ব্যবধানে সিরিজ জিতে টাইগ্রেসরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে, বাংলাদেশি স্পিনারদের তোপে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান নারী দল।
সফরকারীদের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়ে, ৮৪ রানে অপরাজিত ছিলেন সিদরা আমিন। এতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করে পাকিস্তান।
২৬ রানে ৩ উইকেট নেন নাহিদা আক্তার।
এসএ/দীপ্ত নিউজ