শ্বাসরুদ্ধকর এক সেমিফাইনাল শেষে সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ। টাইব্রেকে পাকিস্তানকে ৭–৮ গোল ব্যবধানে হারিয়েছে সাইফুল বারী টিটু‘র শিষ্যরা। ৩০ সেপ্টেম্বরের শিরোপার লড়াইয়ে বাংলার যুবাদের প্রতিপক্ষে ভারত।
শুরুতে গোল হজম। তারপর ম্যাচে ফেরা। আর শেষটা টাইব্রেকের সাডেন ডেথের মতো নাটকীয়তায় ভরা। বয়স ভিত্তিক টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে, শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে, শুরু থেকেই পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করলেও, গোলের খেলায় এগিয়ে যায় পাকিস্তানের যুবারা। বিরতির পর ব্যবধান দিগুণ করে তারা।
তবে হাল ছেড়ে দেয়নি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ৭৪ মিনিটে স্ট্রাইকার মিঠু চৌধুরীর গোলে খেলায় ফেরে বাংলাদেশ। আর ম্যাচের যোগ করা সময়ে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার জয় আহমেদ।
ভাগ্য নিয়ন্ত্রণে বেছে নেওয়া হয় টাইব্রেক। দুই দলের প্রথম পাঁচ শটে গোল সংখ্যা দাঁড়ায় সমান পাঁচ। ফলে সাডেন ডেথে নিষ্পত্তি হয় ম্যাচের ভাগ্য। সেখানে শেষ হাসিটা বাংলাদেশের ভবিষ্যত তারকাদের মুখেই শোভা পায়।
আল/ দীপ্ত সংবাদ