নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা চাষীকে হত্যা মামলার দুই আসামি বাবলু মোল্লা (৪০) ও আহসান মোল্লা ওরফে কালাম (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত বাবলু মোল্লা ও আহসান মোল্লা ওরফে কালাম উভয়ে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার শুকচানের ছেলে।
র্যাপ–৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব–৮ এর সাথে যৌথ অভিযান চালিয়ে ১৯ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফারাম বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার কাফুরিয়া জোলারপাড়া গ্রামে কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় ওই দিনই নিহতের ভাতিজা সমজান আলী বাদী হয়ে কামালসহ ৬ জনের নাম উল্লেখ করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
তিনি আরও জানান, র্যাব এনিয়ে মামলার ছয় আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করে নাটোর সদর থানায় কাছে হস্তান্তর করেছে।
তবে মামলার মুল অভিযুক্ত আসামি কামালসহ অপর তিনজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আফ/দীপ্ত নিউজ