নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় তুচ্ছ ঘটনায় রড দিয়ে পিটিয়ে মো. সোহেল (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার(১০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল। নিহত সোহেল চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ নাজিরপুর এলাকার সোহেলের কাছ থেকে ১৩০ টাকা পাওনা ছিলো আলীপুর এলাকার সোহেল। পেশায় তারা দুই জনই দিনমজুর ছিলেন। পাওনা টাকা নিয়ে শনিবার(৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে আলীপুর বলির দোকান এলাকায় দুই সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে অপর সোহেলের মাথায় আঘাত করলে মাটিতে লুটে পড়ে সে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করা হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে সোহেলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হামলার ঘটনায় নিহত সোহেলের মায়ের দায়ের করা মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেল (২৮) ও অজ্ঞাত আরও ৪/৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ.এস.এম.নাসিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ