পাঁচ বছর ক্ষমতায় থাকার বিষয়ে নিজের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ বিষয়ে আমি তো কিছু বলিনি, এটা জনগণ বলেছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগেই বলেছেন– ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এ বিষয়ে আমার কিছু বলার প্রশ্নই উঠে না।‘
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি কিশোরগঞ্জে দেয়া এক বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে– আমি তো এমন কিছু বলিনি, এটা জনগণ বলেছে। আমি ব্যক্তিগতভাবে বা সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কিছু বলিনি।‘
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘রাঘব–বোয়ালদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। জালে যারা আসছে, আমরা তাদেরই গ্রেপ্তার করছি। তবে যদি জালে আসার পর কাউকে ছেড়ে দেই, তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন।‘
চট্টগ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুরের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমরা আরও সতর্ক থাকব।‘
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করেও সবসময় শতভাগ সফল হতে পারি না। কোথাও কোনো ত্রুটি থেকে থাকলে তা খোলাখুলিভাবে বলতে পারেন।‘
জনগণের থানায় কাঙ্ক্ষিত সেবা না পাওয়া নিয়ে প্রশ্নে জবাবে জাহাঙ্গীর বলেন, ‘আমরা সবকিছুই জনগণের জন্য করি। কিন্তু সব সময় আমরা প্রত্যাশিতভাবে পৌঁছাতে পারি না। কিছু ক্ষেত্রে ভুল হচ্ছে, সেটা সংশোধনের চেষ্টা চলছে।‘
পুলিশের নতুন পোশাক ও লোগো প্রসঙ্গে তিনি জানান, পুলিশের নতুন ইউনিফর্ম ও লোগো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
কোর কমিটির বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উৎসব এবার শান্তিপূর্ণ ও সম্প্রীতিমূলক পরিবেশে উদযাপিত হয়েছে। সবার সহযোগিতায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।‘
তিনি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।