পহেলা বৈশাখে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ স্টেশনে কোনো বিরতি থাকবে না।
শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যাল মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এছাড়া সর্ব সাধারণের জন্য বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রবেশের অনুমতি থাকবে।
ব্রিফিংয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে প্রতিফলিত হবে। এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠী যুক্ত হচ্ছে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও থাকবে বলে ব্রিফিংয়ে জানান তিনি।
ইএ