বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

পলিথিন কারখানায় অভিযান, ৩ কারখানা সিলগালা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ মন্ত্রণালয়, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগ এলাকায় তিনতলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পলিথিন তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এই অভিযানের নেতৃত্বে দেন। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ অংশ নেয়।

অভিযানের খবর পেয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান কারখানার মালিক ও শ্রমিকরা। পরে অভিযান দল কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবারের পলিথিনের বিরুদ্ধে অভিযানে মোট ২ হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ৩টি কারখানা সিলগালা করা হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More