নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চারজনকে আটক করেছে র্যাব।
সোমবার (১৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব–৫।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৫ অক্টোবর) রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর ও পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে চারজন কে আটক করা হয়। এ সময় আটককৃতদের ব্যবহৃত সিপিইউ, হার্ডডিস্কসহ কম্পিউটার সামগ্রীসমূহ জব্দ করা হয়।
আটককৃতরা হলো–বাগাতিপাড়া উপজেলার জামনগর শাহপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে সম্রাট ইসলাম (২২), বাশবাড়িয়া শালাইনগর এলাকার বদর আলীর ছেলে সুমন আলী (৩০), কালিকাপুর দিয়ারপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে নয়ন আলী (৩০) এবং শালাইনগর পূর্বপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রিপন আলী (৪০)।
কোম্পানি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত আলামতসমুহ ব্যবহার কিরে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রি করে আসছে বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
সাহেদুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ