আর এক দিন পরই পর্দা উঠছে ১৯তম এশিয়ান গেমসের। চীনের চেচিয়াং প্রদেশের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে, মশাল বুধবার ফিরছে প্রধান আয়োজক শহর চীনের হাংজুতে।
বাংলাদেশের হয়ে মশাল বহন করেন, কমনওয়েলথ গেমসে পদকজয়ী শ্যুটার আব্দুল্লা হেল বাকী।
বুধবার গেমস ভিলেজে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। শহরের ৮ হাজার ৮৪৪ বর্গমিটার এলাকায় টর্চ রিলেটি হয় এবং এ সময় মশাল বাহকরা বেশ কয়েকটি ল্যান্ডমার্ক ভবন অতিক্রম করেন।
আগামী ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। শেষ হবে ৮ অক্টোবর।
গেমসের বিভিন্ন খেলা হবে চীনের হাংজুসহ আরও পাঁচটি শহরে। মোট ৪০টি খেলার ৬১টি ডিসিপ্লিনে ৪৮১টি ইভেন্ট রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ