ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। এতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে চঞ্চলের সঙ্গে আড্ডায় মেতে ছিলেন সৃজিত। তখনই জানান, ‘হাওয়া‘খ্যাত অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি। এবার দিলেন ঘোষণা।
সামাজিক মাধ্যমে, ছবির পোস্টার শেয়ার করে সৃজিত জানান, তার মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। নতুন বছরের শুরুতেই ছবিটির ক্যামেরা চালু হবে।
সৃজিত বলেন, ‘অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক নির্মাণ বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, কাকতালীয়ভাবে চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের অনেকটা মিল রয়েছে। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের মতো চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ।
গত ১৪ মে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ৯৯ তম জন্মতিথিতে তাকে ওয়েব সিরিজ তৈরির ঘোষণা দেন সৃজিত। এবার তিনি জালানে, ছবিটির কেন্দ্রীয় চরিত্রের নাম।