টলিউড সিনেমার জনপ্রিয় জুটি দেব–শুভশ্রী। দীর্ঘ সময়ের স্মৃতি নিয়ে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে।
শুক্রবার (২২ আগস্ট) নিজ ভেরিফাইড ফেসবুকে সুখবর দেন দীপক অধিকারী দেব।
‘ধূমকেতু’ সিনেমার একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেন, ১৫.২৪ কোটি– এ সাফল্য সম্ভব করেছেন দর্শক। সিনেমাটি এখনও শীর্ষে উড়ছে। ব্লকবাস্টার ভ্রমণের জন্য তোমাদের ধন্যবাদ।
এবার সেই ছবির স্পেশাল স্ক্রিনিং দেখা গেল অন্যরকম দৃশ্য। পর্দায় সিনেমাটি দেখে আবেগী হয়ে পড়েছেন দেব।
শনিবার (২৩ আগস্ট) ছিল ‘ধূমকেতু’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেখানে অভিনেত্রী ও প্রেমিকা রুক্মিণী মৈত্র‘কে নিয়ে হাজির হয়েছিলেন দেব। শেষ দৃশ্যে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় ভেসে ওঠতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
টালিউড অনলাইনের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ছবির শেষ পর্যায়, পর্দায় নিজের সঙ্গে শুভশ্রীর নানা মুহূর্তের কোলাজ দেখে তার চোখের কোণা ভিজে ওঠে। দেবের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
টলিউড অনলাইনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ছবি শেষ পর্যায়, পর্দায় নিজের সঙ্গে শুভশ্রীর নানা মুহূর্তের কোলাজ দেখে দেবের চোখের কোণা ভিজে ওঠে। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়।
এসএ