বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারো ফেল করলেন সাকিব আল হাসান। ফলে এক বছরের জন্য আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বোলিং করতে পারবেন না তিনি।
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তার আগে ব্যর্থ হয়েছিলেন বার্মিংহামে দেয়া পরীক্ষায়।
আইসিসির নিয়ম অনুযায়ী, পরপর দুই পরীক্ষায় বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হলে এক বছরের মধ্যে ওই বোলার বল করতে পারবেন না। ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্যুতি ছড়ানো সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠে গত সেপ্টেম্বরে।
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন টাইগার অলরাউন্ডার। ওই ম্যাচে তার দল ১১১ রানে হারলেও দারুণ বোলিং করেছিলেন সাকিব। ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন তিনি। ম্যাচশেষে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রতিবেদন জমা দেন ম্যাচ অফিশিয়ালরা।