জাতীয় সংসদের উত্থাপিত অত্যাবশ্যক পরিবেশ বিল–২০২৩ বাংলাদেশের সংবিধান, আইন ও আইএলও’র কনভেশন বিরোধী হিসাবে আখ্যায়িত করে অবিলম্বে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আই এলও’র কনভেশন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শ্রমিকদের ধর্মঘট করার অধিকার রয়েছে।
কিন্তু বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় আর্ন্তজাতিক আইন, বিধি বিধান লংঘন করে সেই অধিকার কেড়ে নিতে নতুন করে আইন প্রণয়ন করছে। দেশে প্রচলিত বিদ্যমান বাংলাদেশ শ্রম আইন– ২০০৬’র বিধানেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ধর্মঘট করার বিধান রয়েছে। সংসদের উত্থাপিত আইনটি পাশ করার মধ্য দিয়ে শ্রমিক শ্রেনির উপর মালিকদের জুলুম–নির্যাতন আরো বেড়ে যাবে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এ এস এম নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এফএম/দীপ্ত সংবাদ