পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঘোড়াকে ডায়াপার পরানোর উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনের গাজার পরিবেশকর্মীরা। এর প্রশংসা করেছেন ঘোড়ার গাড়ির মালিকরা।
এ ঘটনা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল গাজার। পরিবেশ দূষণ রোধে ঘোড়া এবং গাধাকে পড়ানো হচ্ছে ডায়পার। এই অভিনব উদ্যোগটি নিয়েছে সিডস থিয়েটার অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড আর্টসের কর্মীরা। পন্য পরিবহনের সময় ঘোড়া এবং গাধা মল–মূত্র ত্যাগের ফলে পরিবেশ নোংড়া না হয় যেন, সে কারনেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তারা।
সিডস থিয়েটার অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড আর্টস এর এক কর্মকর্তা বলেন ,’ঘোড়া শিষ্টাচার নামে এই উদ্যোগটি তরুণদের দ্বারা অনুপ্রাণিত। যে প্রানীগুলো পন্য পরিবহনে ব্যবহৃত হয়ে তাদরকেই এই উদ্যোগের আওতায় নেওয়া হয়েছে। এটি কিভাবে বিকাশ করা যায়, পৌরসভা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা তার জন্যও জরিপ চালিয়েছি আমরা। ঘোড়া এবং গাধার মালিকদের পরামর্শে নরম চামড়ার ডায়পার তৈরি করা হয়। এটির কারণে প্রাণীটি বিরক্ত হয় না এবং ডায়াপারটি পরে প্রাণীরা সারাদিন থাকতে পারে।‘
উদ্যোগটি সাদরে গ্রহন করে এর প্রশংসা করেছেন ঘোড়ার গাড়ির মালিকরা।
তাঁরা জানান, ‘প্রতিদিন, ঘর, রাস্তা এবং স্কুলের বাইরে পড়ে থাকা ঘোড়া–গাধার বর্জ্য পরিস্কার করতে হয়। ডায়াপার ব্যবহারের ফলে এখন রাস্তাগুলি পরিষ্কার থাকে। আমি এই উদ্যোগকে সমর্থন করি এবং আশা করি এটি আমাদের সমাজে পরিচ্ছন্ন থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে।‘
উদ্যোগটি বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা পরিবেশকর্মীদের।
আল /দীপ্ত সংবাদ