দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থেকেও আলোচনার শীর্ষে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চেয়ারপারসন রাজনীতিতে সক্রিয় হয়নি। কারণ তাকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। রাজনীতির পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই তিনি রাজনীতি ফিরবেন।
নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না থাকলেও রাজনীতি করতে বাধা নেই বিএনপি নেত্রীর বলছেন সরকারের মন্ত্রীরা। তবে বিএনপি নেতারা বলছেন, পরিবেশ সৃষ্টি হলে সক্রিয় হবেন বেগম জিয়া।
পাঁচ বছর ধরে রাজনীতির বাইরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাহী আদেশে সাময়িক মুক্তির তিন বছর পার হলেও তাকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি। অবশ্য এ সময়ের মধ্যে প্রায় ছয় মাস হাসপাতালে ছিলেন তিনি। বর্তমানে গুলশানে নিজের বাসায় রয়েছেন বেগম জিয়া।
রাজনীতি না করার শর্তে বেগম জিয়ার মুক্তি মিলেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম। গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
এ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাজনীতি করতে বাধা নেই খালেদা জিয়ার, তবে অংশ নিতে পারবেন না আগামী নির্বাচনে।
সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই বেগম জিয়ার রাজনীতি করার বিষয়টি ইস্যু বানানো হচ্ছে বলে দাবি করছেন বিএনপি নেতারা।
এফএম/দীপ্ত সংবাদ