পরিত্যক্ত ভবনে চলছে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। দুই বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। তারপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মানুষকে সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
দেয়ালে ফাটল, খসে পড়েছে ছাদের পলেস্তারা, উঁকি দিয়েছে রড। দরজা–জানালার অবস্থাও বেহাল। এটি জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগ।
১৯৬১ সালে নির্মিত এই অংশ ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। কিন্তু, নতুন ভবন নির্মাণ না হওয়ায়, চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
বিষয়টি লিখিতভাবে গণপূর্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী, চিকিৎসক ও নার্সদের জীবন ঝুঁকিমুক্ত রাখতে, দ্রুত নতুন ভবন নির্মাাণের দাবি জামালপুরের বাসিন্দাদের।
আল/দীপ্ত সংবাদ