পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে সফল হয়েছেন নওগাঁর সানজিদা পারভীন। রাজশাহী বিভাগের সেরা এই নারী উদ্যোক্তাকে দেখে উৎসাহিত হচ্ছেন অন্য নারীরা।
রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের ছোট যমুনা নদীর তীরে গেলেই চোখে পড়বে সবুজে ঘেরা সবজি খেত। পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন সানজিদা পারভীন।
টেলিভেশনে প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে মাত্র ১৫ শতাংশ জমিতে শুরু করেন সবজি চাষ। বর্তমানে নিজের উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে গ্রামের অন্য নারীদের নিয়ে বিষমুক্ত সবজি উৎপাদান করছেন সানজিদা।
কৃষি উদ্যোক্তা সানজিদা পারভীন তিশা বলেন, ‘আমি আমার প্রতিবেশী মহিলাদের নিয়ে উদ্যোগী হয়ে শাক সবজি ফলন করছি। এখানে আমরা সব ধরণের সবজি যেমন– টমেটো, মূলা, আলু, শাক ফলন করছি। এরপর এই সবজিগুলো পাইকারি দামে বাজারে বিক্রি করছি। আমি মনে করি দেশের উন্নতির জন্য কৃষি কাজের কোনো বিকল্প নেই।’
নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে সানজিদার উৎপাদিত সবজি। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন গ্রামের অন্য নারীরাও।
আরও একজন কৃষি উদ্যোক্তা বলেন, আমরা শাক–সবজি বিক্রি করে অনেক লাভবান হচ্ছি। আমাদের দেখে অন্যরাও কৃষি কাজে আগ্রহ প্রকাশ করছে।
নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার জন্য তাদের অর্থনৈতিক মুক্তি লাভের জন্য অন্যান্য কাজের পাশাপাশি নিজেদের জন্য সঞ্চয় করতে পারেন এর জন্য তাদের আমরা ফসলের বীজ উপহার দিচ্ছি।
চলতি বছর রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন সানজিদা।
এফএম/ দীপ্তসংবাদ