রাত পোহালেই পরিণীতি ও রাঘবের বাগদান। অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে করণ জোহর, পরিণীতির প্রিয় বন্ধু ব্যাডমিন্টন খেলোয়াড় সানিয়া মির্জা, থাকতে পারেন ফ্যাশান ডিজাইনার মাণীশ মালহোত্রাও। আবার শনিবার (১৩ মে) সকালেই দিল্লিতে পৌঁছাবেন প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে থাকছেন নিক জোনাস, তাদের ছোট্ট মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস।
শুভক্ষণের আর একদিনের অপেক্ষা। শনিবার দিল্লিতে ঘটা করেই হচ্ছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদান। ইতোমধ্যেই মুম্বাই ও দিল্লি ঘিরে সাজো সাজো রব। জোর খবর, ১৩ মে দিল্লির কাপুরথালা হাউস, কনট প্লেসে আংটি বদল সারবেন এই জুটি। ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি ও রাঘব।
জানা যায়, ফ্যাশন ডিজাইনার মাণীশ মালহোত্রা পরিণীতির বাগদানের পোশাক ডিজাইন করেছেন। এছাড়াও থাকছেন দুই পরিবারের আত্মীয়–স্বজন ও কাছের বন্ধুরা। ব্যক্তিগত পরিসরেই এই সেলিব্রেশন হচ্ছে বলে জানা গেছে। বাগদানের পর রাতে বন্ধুদের জন্য বিশেষ পার্টি রাখা হয়েছে। পরিণীতির দুই ভাই সহজ ও শিবাঙ্গ চোপড়াই নাকি সমস্ত আয়োজনের দায়িত্বে রয়েছেন। তবে যাদের নিয়ে এত ঘটা সেই পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা কিন্তু এখনও তাদের সম্পর্ক নিয়ে কোনও কথা বলতে নারাজ। তারা এখনও চুপ।
এদিকে জানা যাচ্ছে, পরিণীতি এবং রাঘব তাদের বাগদানের দিনও রং মিলিয়েই পোশাক পরবেন। রাঘব তার মামা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার ডিজাইন করা আচকান পরবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমি/দীপ্ত সংবাদ