মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

পরিচয়পত্র নিতে এসে বাইসাইকেল, ছাতা ও ব্যাগ পেলেন পত্রিকা বিপননকর্মীরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনী জেলায় কর্মরত ৬০ জন পত্রিকা বিপননকর্মী পরিচয়পত্র নিতে এসে বাইসাইকেল, ছাতা ও ব্যাগের ঘোষণা পেলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বাইসাইকেল, ছাতা ও ব্যাগ উপহার প্রদানের ঘোষণা দেন।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে শহরে ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, সংবাদকর্মী ও বিপণন কর্মীরা একই মালায় গাঁথা। তাদের ভালো পরিবেশ হলো রোদ, আর খারাপ পরিবেশ হলো বৃষ্টি। এই পরিশ্রমী লোকদের সব সময় মাথা রাখতে হবে। এ ৬০ জনকে পৌরসভার পক্ষ থেকে বাইসাইকেল, ছাতা ও ব্যাগ উপহার দেব। সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। ফেনীর শান্তির জনপদকে মিলেমিশে এগিয়ে নিয়ে যাব। সকলের সহযোগিতায় গড়ে উঠবে আমাদের প্রিয় ফেনী।

অনুষ্ঠানে বিপণন কর্মীদের মাঝে পরিচয়পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আবদুল্লাহ আলমামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More