নির্বাচনে জয় পরাজয়ের পর, আওয়ামী লীগ নেতাদের একে অপরকে দোষারোপ না করার নির্দেশ দিয়েছেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যৌথসভায় এই নির্দেশ দেন তিনি। বলেন, দলের প্রতি জনগণের যে বিশ্বাস, তাকে সম্মান করে উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর, প্রথমবারের মতো কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে যোগ দেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করায়, জনগণকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী সকলকে সতর্ক করে বলেন, বিশ্বের চলমান মন্দায় খাদ্যের যোগান কমানো যাবে না। এজন্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু কন্যা বলেন, আগুন সন্ত্রাসীদের মিথ্যাচার ও কার্যক্রমে, বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আল / দীপ্ত সংবাদ