শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাৎ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে, বেলা ১১টার কিছু পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) শুরু হয়। বিক্রম মিশ্রি সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। একান্ত বৈঠকের পর উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমিয়ে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে। ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা ভারতে বন্ধ রাখা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার বন্ধ এবং ভিসা প্রক্রিয়ার সহজীকরণ নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং তাদের স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়েছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত হত্যা, পানি বণ্টনসহ বহুমুখী বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকের পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সকালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান। এটি তার প্রথম ঢাকা সফর এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লির উচ্চপর্যায়ের কর্মকর্তার প্রথম ঢাকায় আসা।
সফর শেষে আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

×××

1. বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠকের আপডেট
2. ‘১৫ বছরে ভারত অবৈধ সুবিধা নিয়েছে, এখন মিথ্যা প্রচারণা চালাচ্ছে’
3. পারভীন হাসানসহ ৪ বিশিষ্ট নারী পেলেন রোকেয়া পদক
4. ৫ বছরে পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ১২
5. দলীয়ভাবে ৮০-৯০ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে আ.লীগ: ডিএমপি কমিশনার
6. মেয়েদের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড
7. সোনারগাঁওয়ে ছিনতাইয়ের শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা
8. এশিয়ান কাপ বাছাইয়ে একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

××
5. গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ৮০ থেকে ৯০ হাজার পুলিশকে চাকরিবিধি লংঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

6. মেয়েদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো আয়ারল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় আইরিশরা। এক বল বাকি থাকতেই বাংলাদেশের দেয়া ১২৪ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

7. নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

8.এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। এই দুই দলের সাথে সি-গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর।

×××

লন্ডনে দেখা মিলল আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল সমাবেশে যুক্ত হলেন। স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দর্শকসারিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে উপস্থিতদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। উল্লেখযোগ্যভাবে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই প্রথমবারের মতো তাদের প্রকাশ্যে দেখা গেল।

আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, আর হাবিবুর রহমান হাবিব ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য। অপরদিকে, প্রশাসনে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার, যিনি ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ধারণা করা হয়, তিনি এখনো সেখানেই অবস্থান করছেন। সরকার পতনের পর আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা ও মন্ত্রী আত্মগোপনে চলে যান, অনেকেই দেশ ত্যাগ করেছেন বলে জানা যায়। এদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More