মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার থাকা এক শিশুসহ দুইজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেটা এখনো জানা যায়নি।
শনিবার (১৬ ডিসেম্বর) সোয়া ৬ টার দিকে উপজেলার হাসাইল এলাকার পদ্মা শাখা নদীতে ট্রলার পারাপারের সময় এ ঘটনা ঘটে।
ট্রলার ডুবি ঘটনায় নিহতরা হলেন, ফাহিজা (৬) শিফা আক্তার (১৮)।
প্রত্যক্ষদর্শী হাফেজ মৃধা জানিয়েছেন, হাসাইলের মিয়া বাড়ির ঘাট থেকে ৩৫–৪০ জনযাত্রী নিয়ে হাসাইল বাজারের উদ্দেশ্যে ট্রলাটি ছেড়ে মাঝ নদীতে আসলে লৌহজংগামী একটি বাল্কহেড ট্রলারের উপর উঠিয়ে দেয়। এতে ট্রলারসহ ট্রলারে থাকা সকল যাত্রী পানিতে তলিয়ে গেলে এক শিশু সহ দুইজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
এদিকে এ ঘটনার পর পর নিখোঁজদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা।
আরও পড়ুন: ট্রলার থেকে পড়ে পদ্মায় নিখোঁজ শ্রমিক
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা এখনো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কয়েকজন নিখোঁজ রয়েছে এখনো জানান যায়নি।
কায়সার/মোরশেদ আলম/দীপ্ত নিউজ