মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধূলসুরা এলাকায় পদ্মায় গোসল করতে নেমে মো. তুষার হোসেন মতিয়ার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৫ টার দিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তুষার হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। নিখোঁজ তুষারের পরিবারের দাবি, তার বন্ধুরা মিলে তাকে হত্যা করেছে।
স্থানীয়রা জানান , মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে তুষার তার বন্ধুদের সাথে মোটরসাইকেল করে রবিবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে যান। বন্ধুদের সাথে গোসল করতে একসাথে গেলেও তার পাঁচ বন্ধু অভি (১৬), রাহুল (১৭), জিহাদ (১৭), সালাউদ্দিন (১৬), রাতুল (১৭) বিকেলে বাড়িতে ফিরে আসে। নিখোঁজ হয় তুষার। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে।
তুষারের চাচা আজিজ খান জানান, তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানালো না কেন? এতেই বোঝা যায়, ওর বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলেছে।
তুষারের মা জানান, তুষার বাড়ি ফিরে না আসায় তার বন্ধুদের জিজ্ঞেস করলে একেকজন, একেক কথা বলে। সন্ধায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে। এন্ড্রয়েড মোবাইল ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই।
অভির বাবা আশরাফ জানান, হরিরামপুর ধূলসুরা এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে খোঁজাখুজি করছি। আমার ছেলে অভি আর সালাউদ্দিন গোসল করে পদ্মা থেকে চলে আসছে। বাকী চারজন পদ্মাপার রয়ে গেছে। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকীরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তাদের কথা স্পষ্ট নয়।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কেউ জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/দীপ্ত নিউজ