ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মাবাজার-এর টেকওভার সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল ক্রাউন প্লাজার বলরুমে এই টেকওভার সেরিমনি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগকারী মিস্টার কলিন গ্রান্ট এবং পদ্মাবাজারের চেয়ারম্যান রইসুল খান উপস্থিত ছিলেন। এছাড়াও পদ্মাবাজারের পরিচালক আমিনুল ইসলাম শান্ত এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই চুক্তির মাধ্যমে পদ্মাবাজার ই-কমার্স সেক্টরে নতুন প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ, ২০২২ সালে প্রতিষ্ঠিত এই ই-কমার্স প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া প্রবাসী উদ্যোক্তা রইসুল খান এবং কয়েকজন দেশি বিনিয়োগকারীর উদ্যোগে যাত্রা শুরু করে। সম্প্রতি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার মাধ্যমে পদ্মাবাজার তার পরিধি বিস্তার করতে চলেছে।
বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান কাফিলা পদ্মাবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই বিনিয়োগের ফলে কাফিলা প্রথমবারের মতো বাংলাদেশে একটি ই-কমার্স প্রতিষ্ঠানে অংশীদার হতে যাচ্ছে, যা দেশীয় ডিজিটাল ব্যবসায় বৈচিত্র্য এবং প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।