শনিবার, মার্চ ১৫, ২০২৫
শনিবার, মার্চ ১৫, ২০২৫

পদদলিত হয়ে মাদাগাস্কার স্টেডিয়ামে নিহত ১২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮০ জন।

শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানানারিভোর বারেয়া স্টেডিয়ামের প্রবেশ পথে এই দুর্ঘটনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। মঞ্চে উপস্থিত ছিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা।

ঘটনার পরপরই পদদলনের শিকার হওয়াদের উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সঙ্কটজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে স্টেডিয়ামটির অ্যাথলেটিক্স ট্র্যাকের পাশে রেডক্রসের কর্মীদের বহু আহতকে শুশ্রূষা করতে দেখা গেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট আন্দ্রে রায়োলিনা স্টেডিয়ামে উপস্থিত লোকজনকে বলেছেন, “একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। প্রবেশ পথে ভিড়ের মধ্যে পদদলনের ঘটনা ঘটেছে। বহু মানুষ আহত হয়েছেন।

আমরা কয়েক সেকেন্ড নীরবতা পালন করবো, কারণ স্বদেশবাসীরা (স্টেডিয়ামে) প্রবেশ করতে গিয়ে মারা গেছেন।”

নীরবতা পালনের পর লেজার শো ও আতশবাজির মাধ্যমে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা, যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে মাদাগাস্কার।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More