পদত্যাগ করতে সম্মতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিসিবির একজন পরিচালককে পদত্যাগের বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন পাপন। নাম প্রকাশ না করার শর্তে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই পরিচালক।
তিনি বলেন, ‘আজ সকালে পাপন ভাই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। তিনি বোর্ড সংস্কারের পক্ষে রাজি আছেন।’
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি’র প্রেসিডেন্ট।
জানা গেছে, তিনি সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন। একই জায়গায় বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজও অবস্থান করছেন।
পাপনের ডান হাত হিসেবে পরিচিত আরেক পরিচালক ইসমাইল হায়াদার মল্লিক মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। পাপনসহ বিসিবি’র নির্বাচিত ১৩ জন পরিচালক আত্মগোপনে আছেন বলে জানা গেছে।