দেশে আর অস্বাভাবিক পরিস্থিতি হবে না এবং পণ্য মজুদকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এসব কথা বলেন সরকার প্রধান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এটিই ছিল প্রথম সভা। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের কর্মপরিকল্পনা ঠিক করার পাশাপাশি, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন, জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা নিরসনসহ, উপজেলা নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করতেই এই জরুরি সভা।
সভাশেষে ওবায়দুল কাদের জানান, আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না।
আরও পড়ুন: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
এবারের নির্বাচনে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কিছু নাই। নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়ে অন্যভাবে দেশে একটি খারাপ পরিস্থিতি তৈরি করতে চায় একটি পক্ষ। সরকার তা করতে দেবে না
সরকার প্রধান বলেন, নির্বাচনের পরই হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক। অবৈধ মজুদদারদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। তাই নির্বাচনের পর উন্নয়ন টেকসই করাই এখন প্রধান কাজ বলে জানান সরকার প্রধান।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ