পণ্য বিক্রির চেয়ে, নিজেদের পরিচিতির জন্যই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান। নানা ধরনের ছাড় আর উপহারের মাধ্যমে ক্রেতা আকৃষ্ট করছে তারা।
দেশের নামিদামি কোম্পানিগুলো ঢাকা বাণিজ্য মেলায় নির্মাণ করেছে বড় বড় প্যাভিলিয়ন। মূল উদ্দেশ্য প্রচার ও প্রসার। নজরকাড়া এই প্রদর্শনী আকৃষ্ট করছে ক্রেতা-দর্শনার্থীদের। ভেতরে পণ্যের পসরা, আর মানুষকে আকৃষ্ট করতে বাইরে রয়েছে বিভিন্ন রকম আয়োজন।
প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের পণ্যের পরিচিতি বাড়াতে এই মেলা বড় ভূমিকা রাখে। মাসব্যাপী এই মেলার শেষ পর্যায়ে এসে বেশ ছাড় দিচ্ছেন অনেক দোকানি।
সাপ্তাহিক ছুটির কারণে, শুক্রবার দিনভর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ছিল ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর।
রাজশাহী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আগামীকাল ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী>>> ইউসুফ আদনান