পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ)। মঙ্গলবার (১৪ মার্চ) মধ্য রাত থেকে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার–প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়েও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।
এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে অধিকাংশ প্রার্থী শঙ্কায় থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। আর বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নির্বাচনী মাঠে থাকবে আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পাঁচ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এসব ইউনিয়নে মোট ভোটার ৬১ হাজার ১৪৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ১৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিঠাগঞ্জ ইউনিয়নের ভোটার মিজানুর রহমান জানান, ‘এলাকার উন্নয়নে যে কাজ করবে, রাস্তাঘাট এবং কালভার্ট নির্মাণ করবে তাকেই আমরা ভোট দেব।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘জনগণের সার্বিক নিরাপত্তায় আমাদের সদস্যরা মাঠে কাজ করছে। আশা করছি, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা ঘটবে না।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে আর কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। যদি কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এফএম/দীপ্ত সংবাদ