পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার (২৬ মার্চ) সকালে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামীলীগ কার্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রবিবার সকাল ৬ টায় শহীদদের স্মরণে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন সংরক্ষিত আসনের সংসদ সসদ্য কাজী কানিজ সুলতানা ও জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
পরে জেলা আওয়ামীলীসহ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ পুষ্পস্তাবক অর্পণ করেন। এদিকে কলাপাড়ায় শহীদদের স্মরনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পটুয়াখালী–০৪ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
আফ/দীপ্ত সংবাদ