পটুয়াখালীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গতকাল (৮ এপ্রিল) জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস।
তাই এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে মৌসুমী সবজি চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। হাসপাতাগুলোতে বেড়েছে জ্বর ও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
এদিকে গরমে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। এই তীব্র রোদে ফসলের জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া তীব্র গরমে হাসপাতালগুলিতে বেড়েছে রোগীর চাপ। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরম। আর এ গরমে বেশি ভোগান্তি পোহাতে হয় রিক্সা চালক, অটো চালক ও ভ্যান চালকসহ দিনমজুরদের। এছাড়া অসহনীয় এ গরমে ব্যবসায়ী থেকে শুরু করে সবার মাঝে রয়েছে বিরক্তির ছাপ। এদিকে সূর্যের প্রখর তাপে কুয়াকাটায় আগত পর্যটকরাও পড়েছেন বেকায়দায়। তারা বেশির ভাগ সময় পার করছেন হোটেলে।
আবহাওয়ার এই অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
এফএম/দীপ্ত সংবাদ