ব্লেড দিয়ে কাটছেন তরকারী। ছোট পাতিলে রান্না করছেন ভাত। রান্না এবং ঘুমানো সবই চলছে খোলা আকাশের নিচে। ভিনদেশী এই ব্যক্তির চাল চলনে কৌতূহল সৃষ্টি হওয়ায় তাকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।
জানুয়ারির শুরুতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার সড়কের পাশে অবস্থান নেন নাম পরিচয়হীন এই ব্যক্তি। তীব্র শীতে খোলা আকাশের নীচে রাতে ঘুমান পলিথিন মুড়ি দিয়ে। বাজার থেকে মাছ তারকারি কিনে নিজেই রান্না করে খান। ব্লেড দিয়ে মাছ, আলু ও ফুলকপি কাটা এবং তার রান্না দেখতে প্রতিনিয়ত ভিড় করছে স্থানীয়রা।
স্থানীয়রা তার কাছে বার বার নাম পরিচয় জানতে চাইলেও বাড়ি ভারত ছাড়া কিছুই বলতে পারছেন না তিনি।
আরও পড়ুন: ভোগান্তির অপর নাম কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার
ওই ব্যক্তির খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
স্থানীয়দেরকাছে খবর পেয়ে পরিচয়হীন এই ব্যক্তিকে সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে অন্নদান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
পাগল বেশে খোলা আকাশের নিচে জীবনযাপন করা এই ব্যক্তির পরিচয় বের করে তাকে পরিবারের কাছে তুলে দেয়ার দাবি স্থানীয়দের।
আরও পড়ুন: পটুয়াখালীতে তীব্র শীতে জনজীবনে ভোগান্তি
এসএ/দীপ্ত নিউজ