পটুয়াখালীর মহিপুরে পালিত হয়েছে বিশ্ব মৎস্য দিবস।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা এগারোটায় দিবসটি উপলক্ষে মৎস্য বন্দর আলীপুরের বিএফডিসি মার্কেটে হলরুমে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রজেক্টের উপজেলা মেরিন ফিসারীজ অফিসার আশিকুর রহমান ও ওয়ার্ল্ড ফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি।
আলোচনা সভায় বক্তারা মাছের অবাধ বিচরনের জন্য খাল, নদী ও সমুদ্রে ছেঁড়া জাল ও পাষ্টিক বর্জ্য না ফেলার অনুরোধ জানান এবং সবাইকে জাটকা শিকার থেকে বিরত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে নৌ–পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যসহ জেলেরা উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ