‘টেকসই দুগ্ধ শিল্প সুস্থ্য মানুষ সবুজ পৃথিবী‘ স্লোগান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১ টায় সার্কিট হাউস থেকে এক বর্নাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক, জেলা ডেইরী ফার্ম অ্যাসেশিয়েশনের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় জেলার সকল উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা, জেলার সকল খামারীরা উপস্থিত ছিলেন।
এসময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রাণী সম্পদের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ