পটুয়াখালীতে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে লাউকাঠী নদীর তীড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই।
বর্তমানে এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে। তাই তারা পুর্নবাসনের দাবি জানিয়েছেন।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ থেকে অভিযান শুরু হলো পর্যায় ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেন করা হবে।’
আল/দীপ্ত সংবাদ